বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, নতুন বছর অর্থাৎ ২০২৪ সালে দেশে বিদ্যুতের চাহিদা ৮-১০ গুণ বেড়ে যাবে| এ জন্য পরিকল্পিত ব্যবস্থা নেয়া হয়েছে। ট্রান্সমিশন লাইন ভালো অবস্থানে আসবে। সাবস্টেশন ভালো অবস্থানে আছে। গ্যাসের অবস্থানও আমাদের ভালো অবস্থানে আছে। জ্বালানি ভালো অবস্থানে থাকবে।
ডিআরইউর ভবন প্রসঙ্গে তিনি বলেছেন, ঢাকা রিপোর্টার্স ইউনিটির পিছনের জায়গাটাও ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। নতুন কমিটি এসেছে, তাদের হাত দিয়েই ডিআরইউর অসমাপ্ত কাজ শেষ হবে। পূর্ব নির্ধারিত নকশা অনুযায়ি অবশিষ্ট কাজ দ্রুত শেষ করার আশ্বাস দেন তিনি।
রোববার (৩১ ডিসেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে সংগঠনের সদস্য ও পরিবারের জন্য ‘হেপাটাইটিস বি’ ভাইরাসের টিকা প্রদান অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, হেপাটাইটিস-বি ভাইরাস নিয়ে এখনও অনেক সচেতনতার অভাব রয়েছে। এখনও প্রচারের অভাব রয়েছে, এখানে সাংবাদিকদের কাজ করার সুযোগ রয়েছে। আজকের অনুষ্ঠানের মধ্য দিয়ে এ বিষয়ে সচেতনতা তৈরি করতে হবে। সচেতনতা বৃদ্ধির জন্য ভালো প্রচার করা দরকার। আশা করি সাংবাদিকরা সংবাদ পরিবেশনের মধ্য দিয়ে তা করবেন।
ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সৈয়দ শুকুর আলী শুভর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি শফিকুল ইসলাম শামীম, সাধারণ সম্পাদক মহি উদ্দিন, অর্থ সম্পাদক জাকির হুসাইন, সাংগঠনিক সম্পাদক খালিদ সাইফুল্লাহ, ক্রীড়া সম্পাদক মো. মাহবুবুর রহমান, কল্যাণ সম্পাদক তানভীর আহমেদ, কার্যনির্বাহী সদস্য সাঈদ শিপন, রফিক মৃধা, দেলোয়ার মহিন, মো. শরীফুল ইসলামসহ ডিআরইউর সদস্যবৃন্দ।