
ঢাকা রিপোর্টার্স ইউনিটির স্থায়ী সদস্য ও যমুনা টিভির ইনভেস্টিগেশন সেলের এডিটর অপূর্ব আলাউদ্দিনকে সংবাদ প্রকাশের জের ধরে সন্ত্রাসী কর্তৃক প্রাণনাশের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ডিআরইউ।
আজ বুধবার (২১ মে) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সভাপতি আবু সালেহ আকন এবং সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এক বিবৃতিতে এই ঘটনায় উদ্বেগ জানান
অপূর্ব আলাউদ্দিন জানান, গত ১৬ এপ্রিল শুক্রবার যমুনা টিভিতে ইনভেস্টিগেশন থ্রি সিক্সটি ডিগ্রিতে সাভার উপজেলার সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মন্জুরুল আলম রাজিবের অন্যতম ক্যাডার একাধিক মামলার আসামি নূরুজ্জামানের বিরুদ্ধে সংবাদ প্রচার করা হয়। এতে তিনি ক্ষিপ্ত হয়ে গত ১৮ তারিখ সন্ধ্যায় একটি প্রাইভেট নাম্বার থেকে আমাকে (ইনভেস্টিগেশন সেলের এডিটর) ও আমাদের সিনিয়র রিপোর্টার রায়হান ফিরদাউসকে মোবাইল ফোনে হুমকি দেয়।
ফোনের অপরপ্রান্ত থেকে নাম-পরিচয় না দিয়ে বলা হয়-" সাভারের এই রিপোর্ট কেন করেছিস? কোথা থেকে এই তথ্য পেয়েছিস? যমুনা টিভিতে এসে একদম খেয়ে দিয়ে যাবো"। এ বিষয়ে ভাটারা থানায় একটি জিডি করা হয়েছে।
এই প্রতিবেদনের জের ধরে চিহ্নিত ভূমিদস্যু নূরুজ্জামান উল্টো সাভার মডেল থানায় আমার বিরুদ্ধে সাধারণ ডায়েরি করে। পাশাপাশি স্থানীয় সাংবাদিকদের ডেকে মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে সংবাদ সম্মেলন করে। তাঁর বিরুদ্ধে সাভার থানা ও আদালতে একাধিক মামলা রয়েছে।
ডিআরইউ নেতৃবৃন্দ বলেন, সংবাদ প্রকাশের জের ধরে প্রাণনাশের হুমকী দেয়া স্বাধীন সাংবাদিকতার অন্তরায়। অবিলম্বে অপূর্ব আলাউদ্দিনকে প্রাণনাশের হুমকীদাতার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য আইনশৃঙ্খলাবাহীনির প্রতি আহ্বান জানান নেতৃবৃন্দ।
বার্তা প্রেরক-
রফিক রাফি
দপ্তর সম্পাদক
মোবাঃ ০১৯১২৭৭৪২২৬