
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য ও ডিবিসি নিউজের সিনিয়র রিপোর্টার মো. রেদওয়ানুল হকের ওপর দুর্বৃত্তদের হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি-ডিআরইউ। এ ঘটনায় মতিঝিল থানায় মামলা দায়ের করা হয়েছে।
আজ রোববার (৩১ আগস্ট) ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল সাংবাদিক রেদওয়ানুল হকের ওপর হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানান।
রেদওয়ানুল হক জানান, শনিবার রাত ৮টার দিকে পেশাগত দায়িত্ব পালনের সময় দক্ষিণ কমলাপুরস্থ উটের খামারের সামনে আসামী আলী হোসেন, মামুন আহমেদ ও শাহীন আহমেদসহ অজ্ঞাতনামা ৮/১০ জন এসে উত্তেজিত ভাষায় আমাদের স্থান ত্যাগ করার নির্দেশ দেয় এবং মব সৃষ্টি করার চেষ্টা করে। সাংবাদিক পরিচয় দিয়ে পেশাগত দায়িত্ব পালনের কথা বলার পর উল্লেখিত বিবাদীরা আমাকে ও কালবেলার স্টাফ রিপোর্টার আব্দুজ্জাহের ভূইয়া আনাসকে অকথ্য ভাষায় গালিগালাজ করে হামলা চালিয়ে হত্যার উদ্দেশ্যে শক্ত বস্তু দিয়ে মাথায় আঘাত করে গুরুতরভাবে আহত করে।
ডিআরইউ নেতৃবৃন্দ বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হমলার ঘটনা দিন দিন বেড়েই চলেছে। হামলা রোধ ও হামলাকারীদের শাস্তি নিশ্চিত করতে আইনশৃঙ্খলাবাহীনির আরো আন্তরিক হওয়া প্রয়োজন। রেদওয়ানুল হকের ওপর হামলা ও মারধরের ঘটনা ন্যাক্কারজনক। অবিলম্বে জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য আইনশৃঙ্খলাবাহীনির প্রতি আহ্বান জানিয়েছেন নেতৃবৃন্দ।