
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) স্থায়ী সদস্য ও বিডিনিউজের সিনিয়র করেসপনডেন্ট মো. মাসুম মিঞার (ওবায়দুর মাসুম) ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ডিআরইউ।
মো. মাসুম মিঞার (ওবায়দুর মাসুম) জানান, রবিবার অফিস শেষে নরসিংদীর মাধবদীতে নিজ বাড়িতে মোটরসাইকেলে ফেরার পথে রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের কান্দাইল এলাকায় পৌঁছালে হঠাৎ দুটি মোটরসাইকেল এসে দার বাইকের গতিরোধ করে। কিছু বুঝে ওঠার আগেই একটি বাইক থেকে দুজন নেমে তার পিঠে, বাহুতে, ডান পায়ে পেটায়। এরমধ্যে একজন গালিগালাজ করে। গালি দিয়ে বলে, খুব বড় সাংবাদিক হইছিস। তারপর তার মোটরসাইকেলের সামনের অংশও ভাঙচুর করে অপরিচিত ওই ব্যক্তিরা। এসময় তারা আমাকে প্রাণনাশের হুমকি দিয়ে দ্রুত বাইক ঘুরিয়ে ঢাকার দিকে চলে যায়। পরবর্তীতে আমার আত্মীয় স্বজন ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। এঘটনায় নরসিংদীর মাধবদী থানায় সাধারন ডায়েরি করা হয়েছে, যার নম্বর ১০৬৫।
আজ সোমবার (২০ অক্টোবর, ২০২৫) এক বিবৃতিতে ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল কার্যনির্বাহী কমিটির পক্ষে এ নিন্দা ও প্রতিবাদ জানান।
নেতৃবৃন্দ বলেন, সম্প্রতি সাংবাদিকদের ওপর হামলার ঘটনা বেড়েছে, যা উদ্বেগজনক। বেশিরভাগ ক্ষেত্রেই সাংবাদিকদের উপর হামলাকারী দূর্বৃত্তদের দৃস্টান্তমূলক বিচার হচ্ছে না। এজন্য হামলার ঘটনা বেড়ে চলেছে। সাংবাদিক মো. মাসুম মিঞার (ওবায়দুর মাসুম) ওপর দূর্বৃত্তদের হামলা ও প্রাণনাশের হুমকীদানকারী দূর্বৃত্তদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য আইনশৃঙ্খলাবাহিনীর প্রতি আহ্বান জানান নেতৃবৃন্দ।
বার্তা প্রেরক-
রফিক রাফি
দপ্তর সম্পাদক
মোবাঃ ০১৯১২৭৭৪২২৬