শোক বার্তা
ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) স্থায়ী সদস্য ও দৈনিক মানবজমিনের কূটনৈতিক প্রতিবেদক (বিশেষ প্রতিনিধি) মিজানুর রহমানের মাতা আনোয়ারা বেগম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ সোমবার (০৮ ডিসেম্বর) বিকাল সাড়ে চারটার দিকে মারা যান তিনি।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর। তিনি ৩ ছেলে ও ৩ মেয়ে আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আগামীকাল (৯ ডিসেম্বর) দুপুরে মৌলভিবাজার জেলার রাজনগর উপজেলার দ: মহলাল গ্রামে মরহুমার নামাজে জানাজা শেষে তাকে দাফন করা হবে।
মিজানুর রহমানের মাতার মৃত্যুতে ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সংগঠনের সভাপতি আবু সালেহ আকন এবং সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
ডিআরইউ নেতৃবৃন্দ মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
মিজানুর রহমানের মোবাইল নম্বর- 01717084740

