
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) স্থায়ী সদস্য ও দৈনিক ইনকিলাবের স্টাফ রিপোর্টার হাসান-উজ-জামানকে সংবাদ প্রকাশের জেরে তলবের ঘটনায় নিন্দা জানিয়েছে ডিআরইউ।
আজ সোমবার ২৮ এপ্রিল ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল কার্যনির্বাহী কমিটির পক্ষে হাসান-উজ-জামানকে সংবাদ প্রকাশের জেরে সাক্ষ্য দেয়ার জন্য দেয়া নোটিশের ঘটনায় এ নিন্দা জানান।
নেতৃদ্বয় বলেন, প্রতিবেদন প্রকাশের জেরে গঠিত তদন্ত কমিটি কোনো রিপোর্টারকে এভাবে তলব করতে পারে না। তারা আদালত নন। এটি অগ্রহণযোগ্য। কর্তৃপক্ষ এভাবে তলব না করে গোপনে রিপোর্টারের কাছে তথ্য-প্রমান চাইতে পারেন।
জানা যায়, ‘গত ২১ এপ্রিল, ২০২৫ লাশ নিয়ে ৬ ঘন্টার লুকোচুরি, অভিযোগের তীর পুলিশ কর্মকর্তার দিকে, স্বাভাবিক মৃত্যু যখন হত্যা’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ করেন হাসানুজ্জামান। ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম( স্পেশাল এ্যাকশন গ্রুপ) এর অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার(সোয়াট) সাইফুল ইসলাম স্বাক্ষরিত নোটিশে উল্লেখ করা হয়, প্র্রতিবেদনে বলা হয়, একটি স্বাভাবিক মৃত্যু কিভাবে হত্যা মামলায় রুপান্তর করা যায় এ নিয়ে শুরু থেকেই অশুভ তৎপরতা চালান ঢাকার দারুস সালাম থানার এসআই(নিরস্ত্র) এসএম শামসুর রহমান। তিনি কোনো ধরনের প্রাথমিক তদন্ত ছাড়াই তড়িঘড়ি করে একটি হত্যা মামলা গ্রহণ করে ঢাকা থেকে সিরাজগঞ্জে ছুটে যান। সেখান থেকে জনৈক লোকমান সরকারকে গ্রেফতার করে ঢাকায় নিয়ে আসেন। ভুক্তভোগীদের অভিযোগ এসআই এসএস শামসুর রহমান এর গ্রামের বাড়ি পাবনার সাথিঁয়ায়। এই মামলার বাদী আশরাফ আলীর এক আত্নীয়ের সাথে এসআই শামসুর রহমান এর সম্পর্ক রয়েছে। এছাড়া এসআই আসামী গ্রেফতারের প্রতিশ্রুতি দিয়ে বাদী পক্ষের কাছ থেকে ১০ লাখ টাকা নিয়েছেন। এ বিষয়ে অভিযোগটি তদন্তাধীন আছে। অভিযোগটি সুষ্ঠুভাবে তদন্তের স্বার্থে আপনাকে(হাসান-উজ-জামান) ২৮ এপ্রিল, ২০২৫ সকাল ১১ টায় নিজ আইডি কার্ড, জাতীয় পরিচয় পত্র ও সাক্ষ্য প্রমানসহ হাজির থাকার অনুরোধ করা হলো।
হাসান-উজ-জামান জানিয়েছেন, সুনির্দিষ্ট তথ্য উপাত্তের ভিত্তিতেই এই প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।
নেতৃবৃন্দ বলেন, সাংবাদিক হাসান-উজ-জামানকে সংবাদ প্রকাশের জেরে ঢাকা মেট্রোপলিটন পুলিমের তদন্তকারী কর্মকর্তার দপ্তরে উপস্থিত হওয়ার নোটিশ স্বাধীন সাংবাদিকতার ওপর হুমকি। ডিএমপির এ ধরনের নোটিশ অত্যন্ত দুঃখজনক এবং মুক্ত স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠার পরিপন্থী। অবিলম্বে এ নোটিশ প্রত্যাহারের দাবি জানান ডিআরইউ নেতৃবৃন্দ।