
সংবাদ প্রকাশের জেরে দৈনিক যুগান্তর পত্রিকা থেকে স্টাফ রিপোর্টার আব্দুল্লাহ আল মামুনকে সাময়িক বরখাস্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি-ডিআরইউ।
বৃহস্পতিবার এক বিবৃতিতে ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল জানান, বিভিন্ন সূত্রে জানা গেছে, ঢাকার মিটফোর্ডে প্রকাশ্য দিবালোকে সংঘটিত একটি নৃশংস হত্যাকাণ্ড নিয়ে বস্তুনিষ্ঠ প্রতিবেদন করেছিলেন অপরাধ বিষয়ক সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন। সেই প্রতিবেদনে ঢাকা-৭ আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী ইসহাক সরকারের নামও আসে স্থানীয়দের বরাতে। সাংবাদিকতার নীতিমালা অনুযায়ী প্রতিবেদনে অভিযুক্ত ইসহাক সরকারের অভিযোগ অস্বীকার করার বক্তব্যও হুবহু উদ্ধৃত করা হয়েছিল। পত্রিকার প্রথম সংস্করনে যে প্রতিবেদন ছাপা হয়, ২য় সংস্করণে তার হেড লাইনসহ কিছু তথ্য পরিবর্তন করা হয়।
নেতৃবৃন্দ বলেন, এ ধরনের সংবেদনশীল প্রতিবেদন প্রকাশ এবং ২য় সংস্করণে হেডলাইন এবং বিষয়বস্ত সংযোজন বিয়োজন একাধিক সম্পাদনাগত পর্যায়ের যাচাই-বাছাইয়ের মধ্য দিয়ে যায়—যার মধ্যে সাব-এডিটর, সিনিয়র এডিটর, নিউজ এডিটরও থাকেন। সেক্ষেত্রে শুধুমাত্র প্রতিবেদক আব্দুল্লাহ আল মামুনকে একতরফাভাবে বরখাস্ত করা ন্যায়বিচারের পরিপন্থী। অবিলম্বে আব্দুল্লাহ আল মামুনকে চাকুরিতে পুনর্বহাল করার দাবী জানান নেতৃবৃন্দ।
বার্তা প্রেরক-
রফিক রাফি
দপ্তর সম্পাদক
মোবাঃ ০১৯১২৭৭৪২২৬