
ডিআরইউ/০৫৮৯/২০২২(৮) ৭ আগস্ট, ২০২২
ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) স্থায়ী সদস্য ও এনটিভি অনলাইনের জ্যেষ্ঠ প্রতিবেদক এম নোমানকে হুমকির ঘটনায় নিন্দা জানিয়েছে ডিআরইউ। এম এ নোমান এ বিষয়ে যাত্রাবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন (জিডি নং-৫৪৩)।
ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি নজরুল ইসলাম মিঠু ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিব আজ রোববার (৭ আগস্ট, ২০২২) এক বিবৃতিতে আইনশৃঙ্খলাবাহিনীকে এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য আহ্বান জানান।
জিডিতে এম এ নোমান উল্লেখ করেন, গতকাল ০৬/০৮/২০২২ (শনিবার) দিবাগত রাত ১২টা ৮ মিনিটের সময় আমার ব্যক্তিগত মোবাইল নাম্বারে অজ্ঞাত মোবাইল ফোন নং ০১৯৮৬০৪৩২৩১ থেকে একটি ফোন কল আসে। আমি তা রিসিভ করে সালাম দেই এবং কে বলছেন জানতে চাই। তিনি নিজের পরিচয় না দিয়ে আমাকে উচ্চস্বরে ধমক দিয়ে আমার জীবননাশের হুমকি দেন। তিনি বলেন, ‘তোর হাড়গোড় গুড়া করে ফেলবো। তুই বাসা থেকে বরে হবি তো, তখন বুঝবি।’ আমি আবারো তার পরিচয় ও আমার সঙ্গে তার কি সমস্যা এবং কেনো আমাকে হত্যার হুমকি দেওয়ার কারণ জানতে চাই? এ প্রশ্ন করতেই তিনি আরো উত্তেজিত হয়ে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন ও চিৎকার করে বলেতে থাকেন, ‘সময় মতো আমারে চিনবি। তখন তুই বুঝতে পারবি আমি কে।’ এ কথা বলে তিনি মোবাইল ফোনের লাইন কেটে দেন।
বার্তা প্রেরক-
রফিক রাফি
দপ্তর সম্পাদক
মোবাঃ ০১৯১২৭৭৪২২৬