
ডিআরইউ/০৫৯৩/২০২২(৮) ১০ আগস্ট, ২০২২
ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করেছে। আগামী ১২ আগস্ট, ২০২২ শুক্রবার সকাল সাড়ে ১০টায় সংগঠনের নসরুল হামিদ মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম, এমপি। প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় বিশ^বিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. হারুন-অর-রশিদ ও আলোচক থাকবেন ডিআরইউ’র সাবেক সভাপতি এম শফিকুল করিম।
ডিআরইউ সভাপতি নজরুল ইসলাম মিঠু ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিব জাতীয় শোক দিবসের কর্মসূচিতে সদস্যদের উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।
বার্তা প্রেরক-
রফিক রাফি
দপ্তর সম্পাদক
মোবাঃ ০১৯১২৭৭৪২২৬