
ডিআরইউ/০৫৯৪/২০২২(৮) ১১ আগস্ট, ২০২২
শোক বার্তা
ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) স্থায়ী সদস্য ও ইংরেজি দৈনিক ডেইলি স্টারের সিনিয়র রিপোর্টার রেফায়েত উল্লাহ মীরধার মায়ের মৃত্যুতে ডিআরইউ সভাপতি নজরুল ইসলাম মিঠু ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিব গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
আজ ১১ আগস্ট, ২০২২ বৃহস্পতিবার এক বিবৃতিতে ডিআরইউ নেতৃবৃন্দ মরহুমার রুহের মাগফেরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
উল্লেখ্য, আজ ১১ আগস্ট, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় নরসিংদী জেলার মনোহরদীর শেখেরগাও গ্রামের নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন রেফায়েত উল্লাহ মীরধার মা দিলরুবা বেগম (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি বেশ কিছু দিন আগে স্ট্রোক করেন।
তার বয়স হয়ে ছিল ৭৫ বছর। তিনি ৩ ছেলে, ৪ মেয়ে ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আজ বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টায় নামাজে জানাযা শেষে নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
রেফায়েত উল্লাহ মীরধার মোবাইল নম্বর - ০১৫৫২৩২১২০৩
বার্তা প্রেরক-
রফিক রাফি
দপ্তর সম্পাদক
মোবাঃ ০১৯১২৭৭৪২২৬