
ডিআরইউ/০০০৩/২০২২(১২) তারিখ: ০৭ ডিসেম্বর, ২০২২
শোক বার্তা
------------------------------------------------------------------
ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) সাবেক কার্যনির্বাহী সদস্য ও চেঞ্জ টিভির সিনিয়র রিপোর্টার মো. শাহাবুদ্দিন মাহতাবের পিতা একেএম মাসুদ মিয়া ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ ০৭ ডিসেম্বর, ২০২২ বুধবার নওগাঁ জেলার মান্দা উপজেলার বাদলঘাটা জামে মসজিদে ফজরের নামাজের আগে তিনি মারা যান।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি ২ ছেলে, ১ মেয়ে ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আজ রাতে নামাজে জানাযা শেষে ঝালকাঠির দপদপিয়ার নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
মো. শাহাবুদ্দিন মাহতাবের বাবা একেএম মাসুদ মিয়ার মৃত্যুতে ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সভাপতি মুরসালিন নোমানী ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
ডিআরইউ নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
মো. শাহাবুদ্দিন মাহতাবের মোবাইল নম্বর- ০১৭১৪৪০৪৪১৩
বার্তা প্রেরক-
কাওসার আজম
দপ্তর সম্পাদক