
ডিআরইউ/০০২২/২০২২(১২) তারিখ: ১৩ ডিসেম্বর, ২০২২
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) স্থায়ী সদস্য ও দৈনিক কালের কণ্ঠের নিজস্ব প্রতিবেদক শাহাদাৎ স্বপন মোটর সাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন।
আজ মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সচিবালয়ের ভেতর মোটর সাইকেল চালিয়ে প্রবেশের পর সামনে থাকা প্রাইভেটকারের গেট খোলার সময় ধাক্কা লেগে মোটরসাইকেলের নিচে পড়ে যান স্বপন। এতে তিনি ঘাড়ে এবং দুই হাত পায়ে প্রচন্ড আঘাতপ্রাপ্ত হন। হাত, পাসহ শরীরের বিভিন্ন জায়গায় ক্ষত সৃষ্টি হয়। সেখানে উপস্থিত ব্যক্তিরা শাহাদাৎ স্বপনকে তাৎক্ষণিক সচিবালয় ক্লিনিয়ে নিয়ে যান। সেখানে প্রাথমিকভাবে চিকিৎসার পর একটি বেসরকারি হাসপাতালে চেক আপ শেষে চিকিৎসকের পরামর্শে তিনি বাসায় রয়েছেন।
শাহাদাৎ স্বপনের দ্রুত শারীরিক সুস্থতার জন্য ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সভাপতি মুরসালিন নোমানী ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল সবার কাছে দোয়া চেয়েছেন।
শাহাদাৎ স্বপনের মোবাইল নম্বর- 01911521769
বার্তা প্রেরক-
কাওসার আজম
দপ্তর সম্পাদক
মোবাঃ ০১৯১৫৫৫৫৯৫৬