
ডিআরইউ/০০৩৫/২০২২(১২) তারিখ: ১৭ ডিসেম্বর, ২০২২
শোক বার্তা
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) স্থায়ী সদস্য ও দৈনিক কালবেলার নিজস্ব প্রতিবেদক রাজকুমার নন্দীর বাবা দুলাল কুমার নন্দী পরলোকগমন করেছেন।
আজ ১৭ ডিসেম্বর, শনিবার ভোর চারটার দিকে যশোরের কেশবপুর উপজেলার ১০নং সাতবাড়িয়া ইউনিয়নের সাতবাড়িয়া গ্রামের নিজ বাড়িতে বার্ধক্যজনিত রোগে মারা যান তিনি।
তার বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়ে, জামাইসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি সাতবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহকারী ছিলেন। কয়েক বছর আগে চাকরি থেকে অবসরে যান তিনি।
আজ বিকেলে স্থানীয় ত্রিমোহিনী শ্মশানে সদ্য প্রয়াত দুলাল নন্দীর শেষকৃত্য সম্পন্ন হবে।
রাজকুমার নন্দীর বাবা দুলাল কুমার নন্দীর পরলোকগমনে ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সভাপতি মুরসালিন নোমানী ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
ডিআরইউ নেতৃবৃন্দ প্রয়াতের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
রাজকুমার নন্দীর মোবাইল নম্বর- 01848096260
বার্তা প্রেরক-
কাওসার আজম
দপ্তর সম্পাদক
মোবাঃ ০১৯১৫৫৫৫৯৫৬