
ডিআরইউ/০০৩৪/২০২২(১২) ১৯ ডিসেম্বর, ২০২২
সম্মানিত সদস্য
শুভেচ্ছা নিবেন। ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) সদস্যদের জন্য আগামী ২২ ডিসেম্বর ২০২২ থেকে ‘‘শীতকালীন ব্যাডমিন্টন টুর্নামেন্ট’’ শুরু হবে।
টুর্নামেন্টে অংশগ্রহণে আগ্রহী সদস্যদের (নারী-পুরুষ) আগামী ২০ ডিসেম্বর, ২০২২ মঙ্গলবার বিকাল ৫টার মধ্যে ডিআরইউ কার্যালয়ে (নারী একক, পুরুষ একক, পুরুষ দ্বৈত, নারী দ্বৈত ও মিশ্র দ্বৈত) নাম অন্তর্ভূক্ত করার জন্য অনুরোধ করা যাচ্ছে। নির্ধারিত তারিখের পরে কোনভাবেই নাম অন্তর্ভূক্তির সুযোগ থাকবে না। দ্বৈত ইভেন্টে নাম পরিবর্তন করা যাবে না।
‘‘শীতকালীন ব্যাডমিন্টন টুর্নামেন্ট’’ আয়োজনে আপনার সার্বিক সহযোগিতা প্রত্যাশা করছি।
বি: দ্র: কোনো ইভেন্টে কমপক্ষে ৪ (চার) জন প্রতিযোগি/চারটি দল থাকতে হবে।
ধন্যবাদসহ-
মো. মাহবুবুর রহমান
ক্রীড়া সম্পাদক
মোবা: ০১৭২২৮১৭৩২০