
ডিআরইউ/০০৪৭/২০২২(১২) তারিখ: ১৯ ডিসেম্বর, ২০২২
শুভেচ্ছা নিবেন। আপনি অবগত আছেন যে, ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) সদস্য সন্তানদের জন্য ‘সারেগামা’ গানের স্কুল ও ‘রং-তুলি’ আর্টের স্কুল চালু রয়েছে।
প্রতি শুক্রবার দুপুর আড়াইটা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত এই স্কুল দুটি চলে আসছে। এ স্কুলে ভর্তি এবং মূল্যায়ন প্রক্রিয়াকে মানসম্পন্ন ও সময়োপযোগী করার লক্ষে প্রতি ৫ (পাঁচ) মাস অন্তর পরীক্ষার মাধ্যমে মূল্যায়ন করে সনদ প্রদান করা হবে।
আপনার সন্তানকে নতুন বছরে ভর্তির জন্য আগামী ২৯ ডিসেম্বর, ২০২২ বৃহস্পতিবার অফিস চলাকালীন সময়ের মধ্যে ডিআরইউ কার্যালয় থেকে ভর্তি ফরম সংগ্রহ করে জমা দেয়ার অনুরোধ করছি।
নিয়মাবলী:
* ভর্তির জন্য ডিআরইউ কার্যালয় থেকে ১৫০ টাকা দিয়ে নির্ধারিত ফরম সংগ্রহ করতে হবে (ভর্তি ফি বাবদ ১০০ টাকা এবং মাসিক বেতন বাবদ ৫০ টাকা, যা স্কুলের সূচনালগ্ন থেকে চলে আসছে)। এক কপি পাসপোর্ট সাইজ ছবিসহ ফরম জমা দিতে হবে।
* প্রতি শুক্রবার সঙ্গীত প্রশিক্ষণ দুপুর আড়াইটা থেকে সাড়ে ৩টা ও চিত্রাঙ্কন প্রশিক্ষণ সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত চলবে।
* প্রতি ৫ মাস অন্তর পরীক্ষার মাধ্যমে মূল্যায়ন করে সনদ প্রদান করা হবে এবং পরবর্তী ধাপে উন্নীত হতে পারবে।
* ক্লাসে ৬০% উপস্থিতি না থাকলে মূল্যায়ন পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ থাকবে না।
ধন্যবাদসহ
মিজান চৌধুরী
সাংস্কৃতিক সম্পাদক