
ডিআরইউ/০০৭৮/২০২২(১২) তারিখ: ২৬ ডিসেম্বর, ২০২২
শোক বার্তা
ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) স্থায়ী সদস্য ও দৈনিক বাংলার নিজস্ব প্রতিবেদক ফারহান ফেরদৌসের মাতা ফেরদৌসী সুলতানা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন )।
গতকাল রবিবার রাত ৯ টায় ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৪ বছর । তিনি ২ ছেলে, ১ মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আজ সোমবার সকাল ৯টায় রাজধানীর সাত রাস্তা মাস্টার বাড়ি নিজ বাসভবনে নামাজে জানাজা শেষে বাড্ডার বেড়াইদ পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
ফারহান ফেরদৌসের মাতা ফেরদৌসী সুলতানার মৃত্যুতে ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সভাপতি মুরসালিন নোমানী ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
ডিআরইউ নেতৃবৃন্দ মরহুমার রুহের মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
ফারহান ফেরদৌসের মোবাইল নম্বর- 01619119798
বার্তা প্রেরক-
কাওসার আজম
দপ্তর সম্পাদক
মোবাঃ ০১৯১৫৫৫৫৯৫৬