
ডিআরইউ/০০৮৭/২০২২(১২) তারিখ: ৩১ ডিসেম্বর, ২০২২
শোক বার্তা
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) স্থায়ী সদস্য ও এশিয়ান টেলিভিশনের প্রধান প্রতিবেদক এম এ বাতেন বিপ্লবের পিতা আলহাজ্ব মো: বাবর আলী মুন্সী ইন্তেকাল করেছেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ শনিবার (৩১ ডিসেম্বর) সকাল ৯টার দিকে কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৫ বছর। তিনি স্ত্রী, ৫ ছেলে ও দুই মেয়ে ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আজ শনিবার বাদ জোহর কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার দূর্গাপুর ইউনিয়নের সরকার বাড়ি জামে মসজিদে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
এম এ বাতেন বিপ্লবের পিতা আলহাজ্ব মো: বাবর আলী মুন্সীর মৃত্যুতে ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সভাপতি মুরসালিন নোমানী ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
ডিআরইউ নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
এম এ বাতেন বিপ্লবের মোবাইল নম্বর- 01716930299
বার্তা প্রেরক-
কাওসার আজম
দপ্তর সম্পাদক
মোবাঃ ০১৯১৫৫৫৫৯৫৬