
ডিআরইউ/০৩৫৬/২০২৩(০২) তারিখ: ১৯ মার্চ, ২০২৩
শোক বার্তা
ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) অর্থ সম্পাদক ও দ্য বিজনেস পোস্ট এর সিনিয়র রিপোর্টার সাখাওয়াত হোসেন সুমনের পিতা সাবেক সরকারি কর্মকর্তা আলী আজম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গতকাল শনিবার (১৮ মার্চ) রাত ১১টায় রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি কয়েক বছর ধরে নানা ধরনের জটিল রোগে ভুগছিলেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী, ৩ ছেলে, ১ মেয়ে, আত্মীয় স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আজ (রোববার) বাদ জোহর নামাজে জানাযা শেষে ব্রাহ্মণবাড়িয়া সদরের স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হবে।
সাখাওয়াত হোসেন সুমনের পিতা আলী আজমের মৃত্যুতে ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সভাপতি মুরসালিন নোমানী ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
ডিআরইউ নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
সাখাওয়াত হোসেন সুমনের মোবাইল নম্বর- 01911097919
বার্তা প্রেরক-
কাওসার আজম
দপ্তর সম্পাদক
মোবাঃ ০১৯১৫৫৫৫৯৫৬