ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) স্থায়ী সদস্য ও সিনিয়র সাংবাদিক মফিজুর রহমানের স্ত্রী শাহনাজ বেগম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রোববার (৩১ ডিসেম্বর) বিকালে রাজধানীর উত্তরা আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। গত বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি করা হয়, রোববার বিকালে এনডোসকপি ও ইকো করার পর তিনি স্ট্রোক করেন।
তার বয়স হয়েছিল ৬৫ বছর। মৃত্যুকালে তিনি স্বামী, ১ ছেলে, ১ মেয়ে আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মফিজুর রহমানের ছেলে শাহরিয়ার মফিজ নরওয়ে থেকে দেশে আসার পর মঙ্গলবার দুপুরে উত্তরা ১২ নম্বর সেক্টরে নামাজে জানাযা শেষে তাকে দাফন করা হবে।
মফিজুর রহমানের স্ত্রীর মৃত্যুতে ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সংগঠনের সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ এবং সাধারণ সম্পাদক মহি উদ্দিন গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
ডিআরইউ নেতৃবৃন্দ মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
মফিজুর রহমানের মোবাইল নম্বর- 01713180045