
ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) সাংস্কৃতিক সম্পাদক ও দৈনিক জনকন্ঠের রিপোর্টার মনোয়ার হোসেন অসুস্থ। তিনি গত মঙ্গলবার ২০ ফেব্রুয়ারি রাতে ঢাকা থেকে মুন্সীগঞ্জ যাওয়ার পথে কনকসার এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় মারাত্নক আঘাতপ্রাপ্ত হন। দূর্ঘটনায় তার হাত-পা ও মুখমন্ডল রক্তাক্ত হয়, চোখের উপরদিকে ২টি সেলাই দিতে হয়েছে। মুন্সীগঞ্জের কলমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা গ্রহন শেষে ডাক্তারের পরামর্শে তিনি বাসায় অবস্থান করছেন।
মনোয়ার হোসেনের শারীরিক সুস্থতার জন্য ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ ও সাধারণ সম্পাদক মহি উদ্দিন সবার কাছে দোয়া চেয়েছেন।
মনোয়ার হোসেনের মোবাইল নম্বর : 01715508920