ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) সাবেক যুগ্ম সম্পাদক শওকত ওসমান রচির মা জাহান আরা বেগম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গতকাল মঙ্গলবার রাত ১০টায় বার্ধক্যজনিত কারনে তিনি ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৮২ বছর। তিনি এক ছেলে, ৩ মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
বুধবার বাদ যোহর মিরপুর ১ নম্বর সেকশনে আল নূরী জামে মসজিদ এ জানাজা অনুষ্ঠিত হয়। এরপর মিরপুর বুদ্ধিজীবি কবরস্থানে স্বামীর কবরে তাকে দাফন করা হয়।
শওকত ওসমান রচি’র মাতার মৃত্যুতে ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সংগঠনের সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ এবং সাধারণ সম্পাদক মহি উদ্দিন গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
ডিআরইউ নেতৃবৃন্দ মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
শওকত ওসমান রচি’র মোবাইল নম্বর : 01711234037