অভিনন্দন বার্তা
ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)-এর স্থায়ী সদস্য মো: মাহফুজুর রহমান ২৭তম বিসিএস-এর নিয়োগ প্রক্রিয়ায় ক্যাডার সার্ভিসে [তথ্য (সাধারণ)] যোগদান করায় ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে তাকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন।
শনিবার (০৩ জানুয়ারি, ২০২৬) ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন এবং সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এক বিবৃতিতে বলেন, আমাদের সংগঠনের একজন দক্ষ সদস্যের এই সাফল্য ঢাকা রিপোর্টার্স ইউনিটির জন্য অত্যন্ত গর্বের ও আনন্দের। আমরা বিশ্বাস করি, পেশাগত জীবনে তিনি যে মেধা ও নিষ্ঠার পরিচয় দিয়েছেন, সরকারি কর্মক্ষেত্রেও তার প্রতিফলন ঘটিয়ে দেশ ও জাতির সেবায় নিজেকে নিয়োজিত রাখবেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ মো: মাহফুজুর রহমানের ব্যক্তিগত ও পেশাগত জীবনের উত্তরোত্তর সাফল্য এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
উল্লেখ্য, ২০০৭ সালে ২৭তম বিসিএস-এর প্রথম মৌখিক পরীক্ষার ফলাফল বাতিলের কারণে অনেক যোগ্য প্রার্থী নিয়োগবঞ্চিত হয়েছিলেন। দীর্ঘ ১৮ বছরের দীর্ঘ আইনি লড়াই শেষে মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ে সত্য ও ন্যায় প্রতিষ্ঠিত হয়েছে। সেই রায়ের পরিপ্রেক্ষিতে বর্তমান সরকার বঞ্চিত মেধাবীদের নিয়োগ প্রদান করেছে, যা আমাদের সংগঠনের সদস্য মো: মাহফুজুর রহমানের দীর্ঘ প্রতীক্ষার অবসান ও এক পরম প্রাপ্তি। তিনি এর আগে বাংলাভিশনের ডেপুটি হেড অব নিউজ হিসেবে দায়িত্ব পালন করেন।
বার্তা প্রেরক-
রাশিম মোল্লা
দপ্তর সম্পাদক
মোবা: ০১৯১২৬৫৪০৫২

