
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নির্বাচন কমিশনের অন্যতম সদস্য ও দৈনিক দিনকালের ভারপ্রাপ্ত সম্পাদক ড. রেজোয়ান সিদ্দিকীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ডিআরইউ।
আজ বুধবার (১৭ জানুয়ারি ২০২৪) ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে এক বিবৃতিতে সংগঠনের সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ ও সাধারণ সম্পাদক মহি উদ্দিন এই শোক ও দু:খ প্রকাশ করেন। একইসাথে তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এদিকে, আজ দুপুর ১২টায় জাতীয় প্রেস-ক্লাবে মরহুমের দ্বিতীয় নামাজে জানাজা শেষে ডিআরইউ সাধারণ সম্পাদক মহি উদ্দিনের নেতৃত্বে সংগঠনের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন ডিআরইউ’র দপ্তর সম্পাদক রফিক রাফি, আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ ছলিম উল্লাহ (মেজবাহ), কার্যনির্বাহী সদস্য রফিক মৃধা, মো. শরীফুল ইসলাম, সাবেক কার্যনির্বাহী সদস্য রাশেদুল হক, স্থায়ী সদস্য আলী মামুদ, বাছির জামাল ও মশিউর রহমান রুবেল।
উল্লেখ্য, প্রেস ইনস্টিটিউটের সাবেক মহাপরিচালক ড. রেজোয়ান সিদ্দিকী দীর্ঘদিন কিডনি সমস্যায় ভুগছিলেন। গত কিছুদিন থেকে শ্যামলিস্থ একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। সেখানে চিকিৎসাধীন থাকাবস্থায় মঙ্গলবার রাত সোয়া ১০টায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ সকাল ১০টায় রাজধানীর কলাবাগানে নিজ বাসার সামনে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। বাদ জোহর রায়ের বাজার বুদ্ধিজীবী করবস্থানে তৃতীয় নামাজে জানাজা শেষে তাকে দাফন করা হবে।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।