ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) স্থায়ী সদস্য ও বাংলাদেশ সংবাদ সংস্থা’র (বাসস) সিনিয়র ক্রীড়া প্রতিবেদক সঞ্জয় গৌড় পিন্টুর বাবা লক্ষ্মণ চন্দ্র গৌড় পরলোকগমন বরেছেন।
আজ মঙ্গলবার (২৩ জানুয়ারি) ভোর সোয়া ৪টায় রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হার্ট অ্যাটাক করে মৃত্যুবরন করেন তিনি।
তার বয়স হয়েছিল ৭৭ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ১ মেয়ে আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আজ বিকালে টাংগাইলের রানি দিন মনি শ্মশান ঘাটে তার শেষকৃত্য সম্পন্ন হয়।
সঞ্জয় গৌড় পিন্টুর বাবা লক্ষ্মণ চন্দ্র গৌড় এর পরলোকগমনে ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সংগঠনের সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ এবং সাধারণ সম্পাদক মহি উদ্দিন গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
ডিআরইউ নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
সঞ্জয় গৌড় পিন্টুর মোবাইল নম্বর- 01919437500