
ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) আয়োজনে ও বাংলাদেশ উশু ফেডারেশনের সহযোগিতায় চার মাসব্যাপী ডিআরইউ সদস্য ও সদস্য সন্তানদের চাইনিজ মার্শাল আর্ট (উশু) প্রশিক্ষণ কার্যক্রম-২০২৫ সমাপ্ত হয়েছে।
আজ শনিবার (২৬ এপ্রিল, ২০২৫) সকালে ডিআরইউ’র চত্বরে সদস্য ও সদস্য সন্তানদের প্রশিক্ষণের মধ্যে দিয়ে মার্শাল আর্ট প্রশিক্ষণের সমাপ্তি হয়।
এবারের এই প্রশিক্ষণে ২৭ জন সদস্য ও ৮৭ জন সদস্য সন্তান অংশ নেন।
উল্লেখ্য: ১০ই জানুয়ারি-২০২৫ প্রশিক্ষণের উদ্ভোধন করেন বাংলাদেশে মার্শাল আর্টের জনক, প্রথম জাতীয় প্রশিক্ষক, গ্র্যান্ডমাস্টার, প্রযোজক, পরিচালক ও অভিনেতা ওস্তাদ জাহাঙ্গীর আলম, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ উশু ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক মো: দুলাল হোসেন।
এই প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ উশু ফেডারেশনের প্রধান উশু প্রশিক্ষক ও ব্ল্যাক বেল্ট ৪ ডুয়ান মোজাম্মেল হক।