
ডিআরইউ/০১৩৬/২০২২(১) তারিখ: ২৮ জানুয়ারি, ২০২২
ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) সাবেক সাংস্কৃতিক সম্পাদক ও মোহনা টিভির সিনিয়র রিপোর্টার মো. এমদাদুল হক খানকে হত্যার হুমকি, মারধর ও ভয়-ভীতি প্রদর্শনের ঘটনায় উদ্বেগ ও নিন্দা জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি।
বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) মো. এমদাদুল হক খান এ বিষয়ে হাতিরঝিল থানায় একটি মামলা দায়ের করেছেন (মামলা নং-৬৯)।
এজাহারে তিনি উল্লেখ করেন, “আমার বর্তমান বাসায় উঠার পূর্বে মালিকের সাথে চুক্তি হয় যে, প্রতি মাসে ভাড়া ১৮ হাজার টাকা ও ৪০ হাজার টাকা অগ্রীম দিতে হবে। তাহলে ৩ বছরের আগে বাসা ছাড়তে হবে না। সে অনুযায়ী অগ্রীম ৪০ হাজার টাকা দিয়ে ৩ শ টাকার স্ট্যাম্পে চুক্তি করি। কিন্তু ৬ মাস পর আমার বর্তমান বাসার মালিকের স্বামী মো, খোরশেদ আলম মাসুদ (৪০), পিতা খলিলুর রহমান, মাতা-অজ্ঞাত, ঠিকানা- বাসা নং-৬৩৬, ফ্ল্যাট নম্বর-২/বি, পেয়ারাবাগ, থানা হাতিরঝিল, আমাকে বাসা ছেড়ে দিতে বলে। তখন আমি বলি যে, মালিকের সাথে ৩ বছর থাকার চুক্তি হয়েছে, আমি ৩ বছর পর বাসা ছাড়বো। এরপর আমাকে বাসা ছাড়ার জন্য বিভিন্ন সময় হুমকি দিতো মো. খোরশেদ আলম মাসুদ। সর্বশেষ ২৬/১/২২ তারিখে রাত ১১.১০ এর দিকে মো. খোরশেদ আলম মাসুদসহ অজ্ঞাত ২/৩ জন আমার বাসার সামনের এসে কলিং বেল বাজায়। তখন আমার স্ত্রী বাসার দরজা খুললে আমার স্ত্রীকে ধাক্কা মেরে ফেলে দিয়ে অনধিকারে জোরপূর্বক বাসায় প্রবেশ করে আমাকে হত্যার উদ্দেশ্যে এলোপাথারি কিল-ঘুষি মেরে নিলাফুলা জখম করে। আমার স্ত্রী ছাড়ানোর জন্য এগিয়ে আসলে তাকেও কিল-ঘুষি মেরে টানা হেচড়া করে শ্লীলতাহানি করে এবং তার গলায় থাকা ১ ভরি ওজনের স্বর্নের চেইন ছিড়ে নিয়ে যায়। আমার স্ত্রীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে তারা যাওয়ার সময় বিভিন্ন হুমকি দেয় এবং বাসার নিচে থাকা আমার মোটরসাইকেল ঢাকা মেট্রো-ল-২৪-৬৮৩৩ ভাংচুর করে।”
ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি নজরুল ইসলাম মিঠু ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিব আজ বুধবার (২৯ ডিসেম্বর, ২০২১) এক বিবৃতিতে আইন শৃঙ্খলা বাহীনিকে এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য আহ্বান জানান।
বার্তা প্রেরক-
রফিক রাফি
দপ্তর সম্পাদক
মোবাঃ ০১৯১২৭৭৪২২৬