
ডিআরইউ/০১৫৬/২০২২(২) ৯ ফেব্রুয়ারি, ২০২২
প্রিয় সদস্য,
শুভেচ্ছা নিন। বছর ঘুরে আবারো সেই ১১ ফেব্রুয়ারি। ২০১২ সালে এইদিন ভোরে আমাদের প্রিয় দুই সহকর্মী সাংবাদিক দম্পতি সাগর সারওয়ার ও মেহেরুন রুনী নির্মমভাবে খুন হয়েছিলেন ।
এক দশক পেরিয়ে যাচ্ছে কিন্তু প্রকৃত হত্যাকারীদের এখনো সনাক্ত ও গ্রেফতার করা হয়নি। বিচার প্রক্রিয়াও থমকে আছে। নিষ্ঠুর এই হত্যাকান্ডের বিচার দাবিতে ডিআরইউসহ গোটা সাংবাদিক সমাজ আজও সোচ্চার।
আমাদের প্রিয় দুই সদস্য হত্যার বিচারের দাবিতে এবার ডিআরইউ তিন দিনের কর্মসূচি গ্রহণ করেছে।
ডিআরইউ সভাপতি জনাব নজরুল ইসলাম মিঠু’র সভাপতিত্বে এই কর্মসূচিতে আপনার সক্রিয় উপস্থিতি আশা করছি।
কর্মসূচি:
• বৃহস্পতিবার রাত ৯.৩০টায় ডিআরইউ চত্বরে মোমবাতি প্রজ্বলন
• শুক্রবার সকাল ১০.৩০টায় ডিআরইউ চত্বরে প্রতিবাদ সমাবেশ
• রোববার সকালে সচিবালয়ে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাজে স্মারকলিপি পেশ
বিনীত,
নূরুল ইসলাম হাসিব
সাধারণ সম্পাদক