
ডিআরইউ/০১৭০/২০২২(২) ১৪ ফেব্রুয়ারি, ২০২২
প্রিয় সদস্য
শুভেচ্ছা জানবেন। আপনি জেনে আনন্দিত হবেন যে, ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) এবারও অমর একুশে বইমেলায় স্টল বরাদ্দ নিয়েছে। বাংলা একাডেমি প্রাঙ্গণে ৬৩৪ নম্বর স্টলটি বরাদ্দ পেয়েছে ডিআরইউ।
আপনার প্রকাশিত ও পুনঃমুদ্রিত বই আগামীকাল ১৫ ফেব্রুয়ারি, ২০২২ মঙ্গলবার বিকাল ৫টা থেকে ডিআরইউ’র স্টলে জমা দেয়ার জন্য অনুরোধ করছি।
নি¤œলিখিত নীতিমালার ভিত্তিতে একুশে বইমেলায় ডিআরইউ স্টলটি পরিচালিত হবেÑ
১. বই বিক্রির ক্ষেত্রে একুশে বইমেলার সকল নিয়ম-কানুন মেনে চলতে হবে।
২. স্টলে বই বিক্রির ক্ষেত্রে ডিআরইউর নিজস্ব প্রকাশনাকে সর্বোচ্চ গুরুত্ব প্রদান করা হবে।
৩. সদস্যদের বই প্রদর্শনের ক্ষেত্রে প্রকাশের সময়কাল বিবেচনায় সর্বশেষ প্রকাশিত বই সামনে রাখার নীতি অনুসরণ করা হবে।
স্টল পরিচালনায় সকল সদস্যের সমন্বিত প্রচেষ্টা ও আন্তরিকতা আমাদের প্রিয় সংগঠনের মর্যাদা এবং কর্মপরিধি বাড়াতে ভূমিকা রাখবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস।
ধন্যবাদসহ
কামাল উদ্দিন সুমন
প্রচার ও প্রকাশনা সম্পাদক