
ডিআরইউ/০১৮৪/২০২২(২) তারিখ: ১৭ ফেব্রুয়ারি, ২০২২
ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা একটি মামলায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) স্থায়ী সদস্য ও ক্যাম্পাসলাইভ টুয়েন্টিফোরডটকমের প্রধান সম্পাদক আজাহার মাহমুদকে কারাগারে পাঠানোয় উদ্বেগ প্রকাশ করেছে ডিআরইউ।
গত মঙ্গলবার দিনাজপুর আদালতে ২০১৯ সালে দায়ের করা একটি মামলায় আজহার মাহমুদ হাজিরা দিতে গেলে তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। বর্তমানে তিনি রংপুর কারাগারে আছেন।
ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষে সংগঠনের সভাপতি নজরুল ইসলাম মিঠু ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিব আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
নেতৃবৃন্দ বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন প্রণয়নের শুরু থেকে ডিআরইউ তথা সাংবাদিক সমাজ এর অপব্যবহার নিয়ে শঙ্কা প্রকাশ করে আসছে। এই আইন বাতিলেরও দাবি করে আসছে সাংবাদিক সংগঠনগুলো। সরকারের পক্ষ থেকে আইনটি সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবহার না করার প্রতিশ্রুতি দিয়ে আসলেও তা বাস্তবায়ন হচ্ছে না।
জানা যায়, সাংবাদিক আজহার মাহমুদের বিরুদ্ধে ২০১৯ সালে “মিথ্যা ও মানহানিকর খবর প্রকাশের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানোর” অভিযোগে হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক দিনাজপুর সদর থানায় একটি মামলা করেন। যে মামলার সুত্র ধরে আদালত তাকে কারাগারে পাঠালো।
ডিআরইউ নেতৃবৃন্দ, সরকারের সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করে সাংবাদিক আজহার মাহমুদের দ্রুত মুক্তির দাবি জানান। সাথে সাথে স্বাধীন সাংবাদিকতার স্বার্থে ডিজিটাল নিরাপত্তা আইনের নিবর্তনমূলক ধারাগুলো বাতিলেরও দাবি জানান।
বার্তা প্রেরক-
রফিক রাফি
দপ্তর সম্পাদক
মোবাঃ ০১৯১২৭৭৪২২৬