
ডিআরইউ/০২০৩/২০২২(২) ২৭ ফেব্রুয়ারি, ২০২২
শোক বার্তা
ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) স্থায়ী সদস্য ও দৈনিক আজকের পত্রিকার সিনিয়র রিপোর্টার মো. জয়নাল আবেদীন খানের বাবা মো. হাসিম উদ্দিন খান আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ ২৭ ফেব্রুয়ারি, রোববার রাত ১২টা ৫ মিনিটে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে হৃদরোগজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। তার বয়স হয়েছিল ৯০ বছর। তিনি ছয় ছেলে, দুই মেয়ে ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আজ রোববার বেলা ১১টায় নামাজে জানাযা শেষে নীলফামারী জেলার জলঢাকা উপজেলায় পূর্ব শিমুল বাড়ি গ্রামের নগরপাড়ার পারিবারিক কবরস্থানে মরহুমকে দাফন করা হয়।
মো. জয়নাল আবেদীন খানের বাবা মো. হাসিম উদ্দিন খানের মৃত্যুতে ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সভাপতি নজরুল ইসলাম মিঠু ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিব আজ এক বিবৃতিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
ডিআরইউ নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
মো. জয়নাল আবেদীন খানের মোবাইল নাম্বার : ০১৭৭৯-২২৭৮৮৮
বার্তা প্রেরক-
রফিক রাফি
দপ্তর সম্পাদক
মোবাঃ ০১৯১২৭৭৪২২৬