
ডিআরইউ/০৩২৫/২০২২(৪) ৭ এপ্রিল, ২০২২
সম্মানিত সদস্য,
শুভেচ্ছা নিবেন। আপনি অবগত আছেন, ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) বিভিন্ন কর্মকান্ডের পাশাপাশি সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে ওয়ার্কশপ, সেমিনার ও প্রশিক্ষণের আয়োজন করে থাকে। তারই ধারাবাহিকতায় বর্তমান কার্যনির্বাহী কমিটি সদস্যদের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত রয়েছে।
প্রশিক্ষণ নিতে আগ্রহী ডিআরইউ সদস্য আগামী ১৩ এপ্রিল, ২০২২ বুধবার এর মধ্যে ডিআরইউ কার্যালয়ে নাম নিবন্ধন করার জন্য অনুরোধ করছি। জরুরী প্রয়োজনে ০২-২২৩৩৫৮৫৮৮ / ০১৯১৯৪৬৪৬৯৭ যোগাযোগ করতে পারেন।
উল্লেখ্য, গত ৭ ডিসেম্বর নতুন কমিটি দায়িত্ব নেয়ার পর এখন পর্যন্ত ২৯৬ জন সদস্যকে সাংবাদিকতার বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দিয়েছে ডিআইরইউ। পেশাগত কাজে নিজেদের দক্ষতা বৃদ্ধির জন্য আগামী নভেম্বরের মধ্যে ডিআইরইউ তার সব সদস্যদের বিভিন্ন প্রশিক্ষণের আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
ধন্যবাদসহ-
কামাল মোশারেফ
তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক
মোবা: ০১৯১৯৪৬৪৬৯৭