
ডিআরইউ/০৩৪৫/২০২২(৪) ১৯ এপ্রিল, ২০২২
শোক বার্তা
ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) সাবেক যুগ্ম সম্পাদক ও দৈনিক নয়া দিগন্তের সিনিয়র রিপোর্টার মঈন উদ্দিন খানের বাবা আব্দুল জব্বার খান আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ ১৯ এপ্রিল, ২০২২ মঙ্গলবার ভোর ৫টায় নিজ বাড়ি পিরোজপুর জেলার কদমতলা গ্রামে মৃত্যুবরণ করেন তিনি। দীর্ঘদিন ফুসফুসজনিত রোগে ভুগছিলেন তিনি। তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে, ১ মেয়ে ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আজ মঙ্গলবার বাদ আসর স্থানীয় মসজিদে নামাজে জানাযা শেষে নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
মঈন উদ্দিন খানের বাবা আব্দুল জব্বার খানের মৃত্যুতে ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সভাপতি নজরুল ইসলাম মিঠু ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিব আজ এক বিবৃতিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
ডিআরইউ নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
মঈন উদ্দিন খানের মোবাইল নম্বর - ০১৮১৭০৪০৩৬২
বার্তা প্রেরক-
রফিক রাফি
দপ্তর সম্পাদক
মোবাঃ ০১৯১২৭৭৪২২৬