
ডিআরইউ/০৪২২/২০২২(৫) ১৯ মে, ২০২২
প্রখ্যাত সাংবাদিক, কলামিস্ট এবং ভাষা আন্দোলনের অমর গান “আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি” এর রচয়িতা আব্দুল গাফফার চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি।
আজ ১৯ মে, ২০২২ বৃহস্পতিবার ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে এক শোকবার্তায় সভাপতি নজরুল ইসলাম মিঠু ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিব আব্দুল গাফফার চৌধুরীর অবদান স্মরণ করে বলেন, তাঁর মৃত্যুতে বাংলাদেশের সাংবাদিকতায় যে ক্ষতি হয়েছে তা অপুরণীয়। তাঁর প্রস্থানে কালের অবসান হল। সাংবাদিকতায় তার অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে।
নেতৃবৃন্দ তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
বার্তা প্রেরক-
রফিক রাফি
দপ্তর সম্পাদক
মোবাঃ ০১৯১২৭৭৪২২৬