
ডিআরইউ/০৪৬০/২০২২(৫) তারিখ : ২৭ মে, ২০২২
সম্মানিত সদস্য,
ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) গ্রীষ্মকালীন ক্রীড়া উৎসব-২০২২ শীঘ্রই শুরু হতে যাচ্ছে। জুনের প্রথম সপ্তাহে এই ক্রীড়া উৎসব শুরু হবে। এবারের ক্রীড়া উৎসবে পুরুষ ও নারী এই দুই বিভাগের পাশাপাশি সদস্য সন্তানদের ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন রাখা হয়েছে।
প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণে আগ্রহী সদস্য, সদস্যদের সন্তান ও সদস্য স্ত্রীদের আগামী ২ জুন, বৃহস্পতিবারের মধ্যে ডিআরইউ কার্যালয়ে নাম এন্ট্রি করার জন্য অনুরোধ করা হলো।
নাম এন্ট্রি ব্যতীত খেলায় অংশগ্রহণের সুযোগ থাকবে না।
পুরুষ সদস্যদের ইভেন্ট ঃ দাবা, ক্যারম (একক ও দ্বৈত), অকশন ব্রীজ, কল ব্রীজ (একক), অ্যাথলেটিক্স (৪০০ ও ২০০ মি:), টেবিল টেনিস (একক ও দ্বৈত), ব্যাডমিন্টন (একক), সাঁতার, আর্চারি ও শ্যুটিং।
নারী সদস্যদের ইভেন্ট ঃ অ্যাথলেটিক্স, ক্যারম (একক ও দ্বৈত), লুডু, ব্যাডমিন্টন (একক), শ্যুটিং ও সাঁতার।
সদস্য সন্তানদের ইভেন্ট ঃ ১০০ ও ২০০ মিটার দৌড়।
সদস্য স্ত্রীদের ইভেন্ট ঃ মার্বেল দৌড়।
বি: দ্র: দ্বৈত ইভেন্টে লটারীর মাধ্যমে পার্টনার নির্ধারণ করা হবে।
ধন্যবাদসহ
মাকসুদা লিসা
ক্রীড়া সম্পাদক
মোবাইল: ০১৫৫২৩২১৩৮৮