
ডিআরইউ/০৫৪৬/২০২২(৭) ১৩ জুলাই, ২০২২
শোক বার্তা
ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) স্থায়ী সদস্য ও আলোকিত বাংলাদেশের স্পোর্টস রিপোর্টার এম. এ. বাকীর বাবা আলহাজ¦ মো: মজিবুর রহমানের মৃত্যুতে ডিআরইউ সভাপতি নজরুল ইসলাম মিঠু ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিব গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
আজ ১৩ জুলাই, ২০২২ বুধবার এক বিবৃতিতে, ডিআরইউ নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
গত ১০ জুলাই, রোববার দুপুর ১টা ৫ মিনিটে মগবাজারস্থ নিজ বাসায় মৃত্যুবরণ করেন এম. এ. বাকীর বাবা আলহাজ¦ মো: মজিবুর রহমান (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ১০ বছর যাবত প্যারালাইসড হয়ে অসুস্থ ছিলেন।
তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি ২ ছেলে, ২ মেয়ে ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
গত ১০ জুলাই, রোববার বাদ মাগরিব নামাজে জানাযা শেষে আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
এম. এ. বাকীর মোবাইল নম্বর - ০১৫৫২৩৪০৮৩০
বার্তা প্রেরক-
রফিক রাফি
দপ্তর সম্পাদক
মোবাঃ ০১৯১২৭৭৪২২৬