
ডিআরইউ/০৫৭৪/২০২২(৮) ১ আগস্ট, ২০২২
ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) স্থায়ী সদস্য ও দৈনিক জনবাণীর সিনিয়র রিপোর্টার মো: বশির হোসেন খানকে হুমকির ঘটনায় নিন্দা জানিয়েছে ডিআরইউ। মো: বশির হোসেন খান এ বিষয়ে শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন (জিডি নং-২০৭৫)।
ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি নজরুল ইসলাম মিঠু ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিব আজ সোমবার (১ আগস্ট, ২০২২) এক বিবৃতিতে আইনশৃঙ্খলাবাহিনীকে এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য আহ্বান জানান।
জিডিতে বশির হোসেন উল্লেখ করেন, “দৈনিক জনবাণী পত্রিকার ৩১/০৭/২২ ইং তারিখের সংখ্যায় ‘অর্থ আত্মসাত প্রমাণের পরেও তিনি পুরস্কৃত’ শিরোনামে পল্লী সঞ্চয় ব্যাংকের কেরানীগঞ্জ (দক্ষিণ) থানা শাখার ব্যবস্থাপক জিন্নাত জাহান তুলি’র বিরুদ্ধে তার বিভিন্ন দুর্নীতির বিষয়ক তথ্যনির্ভর সংবাদ পরিবেশন করি। আমার মোবাইল নম্বরে (০১৮১৩-২৬৬৪৫২) অদ্য দুপুর ১টা ০৬ মিনিটে ০১৯৭৯-৩৪৬২৮৮ মোবাইল নম্বর থেকে কল আসে। কলটি রিসিভ করার সঙ্গে সঙ্গে অপর প্রান্ত থেকে পুরুষ কণ্ঠের ব্যক্তি আমাকে বলেন, ‘তোর নাম কি? তুই এই পত্রিকায় কত বছর ধরে কাজ কর? কি উল্টা পাল্টা নিউজ কর?’ জবাবে আমি বলি, ‘আমার কাছে অভিযোগের তথ্য প্রমাণ ও কাগজ আছে। সেই কাগজের ভিত্তিতে নিউজ করেছি।’ ওই ব্যক্তি উত্তেজিত হয়ে আমাকে বলেন, ‘আমি কিন্তু ভাল শ্যুটার। আমার শ্যুট মিস হয় না। তোর এই নিউজ-ফিউজ বন্ধ কর। না হলে পরিণতি খারাপ হবে’। এসময় ওই ব্যক্তি আমাকে ভয়ভীতি দেখায় এবং অকথ্য ভাষায় গালাগালি করে, যা লেখার অযোগ্য।’’
বার্তা প্রেরক-
রফিক রাফি
দপ্তর সম্পাদক
মোবাঃ ০১৯১২৭৭৪২২৬