
ডিআরইউ/০৫৭৭/২০২২(৮) ২ আগস্ট, ২০২২
ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) স্থায়ী সদস্য ও ডিবিসি নিউজের স্টাফ রিপোর্টার সাইফুল ইসলাম জুয়েলের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছেন ডিআরইউ সভাপতি নজরুল ইসলাম মিঠু ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিব।
আজ মঙ্গলবার (২ আগস্ট, ২০২২) এক বিবৃতিতে পেশাগত কাজে সাইফুল ইসলাম জুয়েলকে বাঁধা দেওয়া এবং সন্ত্রাসী হামলায় সংশ্লিষ্টদের অবিলম্বে আইনের আওতায় আনা ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন নেতৃবৃন্দ।
আহত সাংবাদিক সাইফুল ইসলাম জুয়েল জানান, মঙ্গলবার (২ আগস্ট) দুপুরে রাজধানীর তালতলা এলাকায় জাতীয় নাক-কান-গলা ইনস্টিটিউটের যন্ত্রাংশ কেনাকাটায় অনিয়ম ও দুর্নীতির সংবাদ সংগ্রহে গেলে তার ওপর হামলা চালায় ঠিকাদার প্রতিষ্ঠান ভিক্টর ট্রেডিং করপোরেশনের সত্ত্বধীকারি কাওছার ভুইয়া ও তার সন্ত্রাসী বাহিনী।
এ সময় রিপোর্টার সাইফুল ইসলাম জুয়েল ও ভিডিওগ্রাফার আজাদকে রুমে আটকে রেখে মারধর করা হয়। ক্যামেরার সব ছবি ডিলেট করতে বাধ্য করে প্রতিষ্ঠানটি। মারাত্মক আহত অবস্থায় ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় শেরে বাংলা নগর থানায় অভিযোগ দায়ের করা হলে পুলিশ ঘটনাস্থল থেকে মূল নির্দেশদাতা কাওসার ভূইয়া সহ ৮ জনকে আটক করে থানায় নিয়ে যায়।
বার্তা প্রেরক-
রফিক রাফি
দপ্তর সম্পাদক
মোবাঃ ০১৯১২৭৭৪২২৬