
ডিআরইউ/০৫৭৮/২০২২(৭) ৩ আগস্ট, ২০২২
শোক বার্তা
ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) সাবেক অর্থ সম্পাদক ও নিউজফ্ল্যাশ২৪বিডি ডটকমের সম্পাদক মো: সিদ্দিকুর রহমানের বাবার মৃত্যুতে ডিআরইউ সভাপতি নজরুল ইসলাম মিঠু ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিব গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
আজ ৩ আগস্ট, ২০২২ বুধবার এক বিবৃতিতে ডিআরইউ নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
গতকাল ২ আগস্ট, মঙ্গলবার বাংলাদেশ সময় রাত সোয়া ৯টায় আমেরিকায় ফ্লোরিডার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন মো: সিদ্দিকুর রহমানের বাবা আ: বারী মৃধা (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার ছোট ছেলে আমেরিকার নাগরিক মো: মিজানুর রহমানের কাছে তিনি অবস্থান করছিলেন।
তার বয়স হয়েছিল ৮৭ বছর। তিনি স্ত্রী, ৬ ছেলে, ৪ মেয়ে ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরদেহ বাংলাদেশে আনার প্রক্রিয়া চলছে। দেশে আনার পরে বরগুনার আমতলী থানার বাজারখালী গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
মো: সিদ্দিকুর রহমানের মোবাইল নম্বর - ০১৫৫২৩১৫১৬২
বার্তা প্রেরক-
রফিক রাফি
দপ্তর সম্পাদক
মোবাঃ ০১৯১২৭৭৪২২৬