
ডিআরইউ/০৫৮৬/২০২২(৮) তারিখ: ৫ আগস্ট, ২০২২
ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি ও দৈনিক ইত্তেফাকের বিজনেস এডিটর জামাল উদ্দিন ছিনতাইয়ের শিকার হওয়ার ঘটনায় উদ্বেগ ও নিন্দা জানিয়েছে ডিআরইউ।
ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি নজরুল ইসলাম মিঠু ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিব আজ শুক্রবার (৫ আগস্ট ২০২২) এক বিবৃতিতে আইন-শৃঙ্খলা বাহীনিকে এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের গ্রেফতারপূর্বক যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ এবং জামাল উদ্দীনের হারিয়ে যাওয়া মালামাল ফিরে পেতে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
বৃহস্পতিবার রাত আনুমানিক ১০টার দিকে অফিস থেকে বাসায় ফেরার পথে রাজধানীর ফার্মগেটে তেজগাঁও কলেজের সেজান পয়েন্টের সামনে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। জামাল উদ্দীন জানান ‘অফিস শেষ করে ফার্মগেট হয়ে বাসায় যাচ্ছিলাম। তেজগাঁও কলেজের সামনে দিয়ে হেঁটে যাওয়ার সময় ছিনতাইকারী পেছন থেকে আমার হাতে থাকা ব্যাগ টান দিয়ে নিয়ে যায়। ব্যাগটিতে আমার ব্যবহৃত মোবাইল ফোন, সচিবালয়ে প্রবশের অ্যাক্রিডিটেশন কার্ড ও প্রয়োজনীয় কাগজ ছিল’।
এ ঘটনায় জামাল উদ্দীন শেরে বাংলা নগর থানায় একটি সাধারণ ডায়েরি করেন, যার নম্বর ৩৬৬।
বার্তা প্রেরক-
রফিক রাফি
দপ্তর সম্পাদক
মোবাঃ ০১৯১২৭৭৪২২৬