
ডিআরইউ/০৭৯২/২০২১(১১) ১৭ নভেম্বর, ২০২১
প্রিয় সদস্য
শুভেচ্ছা জানবেন। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্যদের মধ্যে অনেকেই লেখালেখির সঙ্গে জড়িত। অনেক সদস্যের সৃজনশীল এবং মননশীল লেখা বই আকারে প্রকাশিত ও আলোচিত হয়েছে। এই সৃজনশীল কাজে উৎসাহ বাড়াতে গত কয়েক বছর ধরে লেখক সদস্যদের সংবর্ধনা দিয়ে আসছে ডিআরইউ।
তারই ধারাবাহিকতায় আগামী ১৯ নভেম্বর, ২০২১ শুক্রবার সকাল সাড়ে ৯টায় ডিআরইউ’তে সদস্য লেখক সম্মাননা প্রদান করা হবে।
সদস্য লেখক সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলা একাডেমির মহাপরিচালক জাতি স্বত্তার কবি নূরুল হুদা। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র সভাপতি মুরসালিন নোমানী এবং স্বাগত বক্তব্য রাখবেন সংগঠনের সাধারণ সম্পাদক মসিউর রহমান খান।
এই অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি।
ধন্যবাদসহ
মাইদুর রহমান রুবেল
প্রচার ও প্রকাশনা সম্পাদক
মোবা: ০১৭১১৬৬৩৫০০