
প্রিয় সদস্য
আন্তরিক শুভেচ্ছা জানবেন।
আপনি নিশ্চয়ই অবগত আছেন যে, ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) গঠনতন্ত্রের ৭ (গ) ধারা অনুযায়ী সদস্যদের জন্য মাসিক ২৫ টাকা হারে বার্ষিক ৩০০ টাকা চাঁদা পরিশোধের বিধান রয়েছে। এছাড়া সংগঠনের কল্যাণ তহবিলে প্রত্যেক সদস্যের জন্য বার্ষিক চাঁদা ২০০ টাকা নির্ধারিত আছে।
কার্যনির্বাহী কমিটির সভায় চলতি বছরের চাঁদা পরিশোধের জন্য আগামী ৫ অক্টোবর, ২০২৫ রোববার সন্ধ্যা ৭টা পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছে।
উল্লেখিত সময়ের মধ্যে আপনাকে ডিআরইউ কার্যালয়ে বার্ষিক চাঁদা ৩০০ টাকা ও কল্যাণ তহবিলের বার্ষিক চাঁদা ২০০ টাকাসহ মোট ৫০০ টাকা পরিশোধ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।
গঠনতন্ত্র অনুযায়ী হালনাগাদ চাঁদা পরিশোধ না থাকলে ভোটার তালিকায় নাম অন্তর্ভূক্ত করার সুযোগ থাকবে না।
ধন্যবাদসহ-
সাখাওয়াত হোসেন সুমন
অর্থ সম্পাদক