
ডিআরইউ/০০১২/২০২১(১২) তারিখ: ১১ ডিসেম্বর, ২০২১
সম্মানিত সদস্য
শুভেচ্ছা নিবেন। মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে ঢাকা রিপোর্টার্স ইউনিটি তিন দিনব্যাপী অনুষ্ঠান আয়োজন করছে। এর মধ্যে চিত্রাঙ্কন উৎসব, মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনী, আলোক উৎসব এবং মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত ছবি নিয়ে দেয়ালচিত্র অঙ্কন হবে। আগামী ১৫ ডিসেম্বর, বুধবার বিকেল ৩.৩০টায় সদস্য সন্তানদের চিত্রাঙ্কন উৎসবের মধ্য দিয়ে এই আয়োজনের উদ্বোধন করা হবে।
চিত্রাঙ্কন উৎসবে অংশগ্রহণের জন্য আগামী ১৩ ডিসেম্বর রাত ৮টার মধ্যে ডিআরইউ কার্যালয়ে এসে অথবা ডিআরইউ’র টেলিফোন নম্বরে (+৮৮-০২-২২৩৩৫৮৫৮৮, +৮৮-০২-২২৩৩৮১০৪০) ফোন করে সদস্য সন্তানদের নাম নিবন্ধন করতে অনুরোধ করছি। কোন অবস্থাতেই নাম নিবন্ধন ব্যাতীত চিত্রাঙ্কনে অংশগ্রহণের সুযোগ থাকবে না।
চিত্রাঙ্কনের বিষয়: মুক্তিযুদ্ধ
বিশেষ দ্রষ্টব্য:
চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের অঙ্কনের রঙ, তুলি, ক্লীপ বোর্ড আনুষঙ্গিক উপকরণ প্রতিযোগীকে আনতে হবে। তবে কলম, পেন্সিল, রাবার ও আর্ট পেপার ডিআরইউ থেকে সরবরাহ করা হবে।
ধন্যবাদসহ
নাদিয়া শারমিন
সাংস্কৃতিক সম্পাদক
মোবা: ০১৯১৮২২৭০৫৭