
ডিআরইউ/০০৬৭/২০২১(১২) ৩০ ডিসেম্বর, ২০২১
ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) স্থায়ী সদস্য ও ঢাকা ট্রিবিউনের স্টাফ রিপোর্টার বিলকিছ ইরানীর বাবা ইউসুফ খান আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ ৩০ ডিসেম্বর, বৃহস্পতিবার সকালে রাজধানীর মীরবাগের বাসায় অসুস্থ হয়ে পড়লে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে, ১ মেয়ে, নাতি-নাতনি, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আজ বৃহস্পতিবার দুপুর দেড়টায় কাকরাইল জামে মসজিদে প্রথম নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। নারায়ণগঞ্জে বাদ মাগরিব দ্বিতীয় নামাজে জানাযা শেষে লক্ষণখোলা কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
বিলকিছ ইরানীর বাবা ইউসুফ খানের মৃত্যুতে ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সভাপতি নজরুল ইসলাম মিঠু ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিব আজ এক বিবৃতিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
ডিআরইউ নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
বিলকিছ ইরানীর মোবাইল নাম্বার : ০১৯৭৯৯৪৯৬৬৬
বার্তা প্রেরক-
রফিক রাফি
দপ্তর সম্পাদক
মোবাঃ ০১৯১২৭৭৪২২৬