
ডিআরইউ/০০৬৮/২০২১(১২) ৩০ ডিসেম্বর, ২০২১
ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) স্থায়ী সদস্য ও ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সিনিয়র রিপোর্টার হাসিফ মাহমুদ শাহ এর বাবা মো: শাহজাহান শাহ আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ ৩০ ডিসেম্বর, বৃহস্পতিবার সকালে রাজধানীর হাতিরঝিলের দক্ষিণ বনশ্রীর বাসায় বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে, নাতি-নাতনি, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আজ বৃহস্পতিবার বাদ আছর রায়েরবাজার মসজিদে নামাজে জানাযা শেষে রায়েরবাজার কবরস্থানে কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
হাসিফ মাহমুদ শাহ এর বাবা মো: শাহজাহান শাহ এর মৃত্যুতে ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সভাপতি নজরুল ইসলাম মিঠু ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিব আজ এক বিবৃতিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
ডিআরইউ নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
হাসিফ মাহমুদ শাহ এর মোবাইল নাম্বার : ০১৬১৫৭৫৩১০৪
বার্তা প্রেরক-
রফিক রাফি
দপ্তর সম্পাদক
মোবাঃ ০১৯১২৭৭৪২২৬