
ডিআরইউ/০০৮৮/২০২২(১) ৭ জানুয়ারি, ২০২২
সম্মানিত সদস্য
শুভেচ্ছা নিবেন। আপনি অবগত আছেন, ডিআরইউ বিভিন্ন কর্মকা-ের পাশাপাশি বার্ষিক শিশু-কিশোর উৎসবসহ নানা রকম সাংস্কৃতিক উৎসবের আয়োজন করে থাকে। তারই ধারাবাহিকতায় বর্তমান কার্যনির্বাহী কমিটি এবার বছরব্যাপী নানামাত্রিক সাংস্কৃতিক আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করেছে।
ডিআরইউ’র যে সকল সদস্য ও পরিবারের সদস্যদের (স্বামী/স্ত্রী ও সন্তান) বিভিন্ন সাংস্কৃতিক বিষয়ে দক্ষতা আছে তাদেরকে বছরব্যাপী এসব আয়োজনের সাথে যুক্ত করতে এবছর উদ্যোগ নেয়া হচ্ছে। এজন্য আপনাদের ও আপনাদের পরিবারের সদস্যদের সাংস্কৃতিক দক্ষতা সম্পর্কে ডিআরইউয়ে তথ্য লিপিবদ্ধ রাখতে এবং বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনে অংশগ্রহণ নিশ্চিত করতে আগামী ১৫ জানুয়ারি, ২০২২ শনিবার রাত ৮টার মধ্যে ডিআরইউ কার্যালয়ে নির্ধারিত রেজিস্টারে নাম নিবন্ধন করার জন্য অনুরোধ করছি।
বিষয়-
১. সঙ্গীত
২. আবৃত্তি
৩. অভিনয়
৪. নাচ
৫. অন্যান্য
ধন্যবাদসহ-
নাদিয়া শারমিন
সাংস্কৃতিক সম্পাদক