
ডিআরইউ/০০৯৮/২০২২(১) ৯ জানুয়ারি, ২০২২
ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) হিসাবরক্ষণ কর্মকর্তা মো: গোলাম কিবরিয়ার বাবা মো: গোলাম মোস্তফা আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ ৯ জানুয়ারি, রোববার বিকাল পৌনে ৫টায় পাবনা জেলার ইশ্বরদীর থানা পাড়ার নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন তিনি। দীর্ঘদিন ধরে তিনি লিভার ক্যান্সারে ভূগছিলেন। তার বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে, ২ মেয়ে, নাতি-নাতনি, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আগামীকাল ১০ জানুয়ারি, সোমবার সকাল ১০টায় নামাজে জানাযা শেষে ইশ^রদীর থানা পাড়ার কেন্দ্রীয় কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
মো: গোলাম কিবরিয়ার বাবা মো: গোলাম মোস্তফার মৃত্যুতে ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সভাপতি নজরুল ইসলাম মিঠু ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিব আজ এক বিবৃতিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
ডিআরইউ নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
মো: গোলাম কিবরিয়ার মোবাইল নাম্বার : ০১৭৬৪-৬০৬৭৯১
বার্তা প্রেরক-
রফিক রাফি
দপ্তর সম্পাদক
মোবাঃ ০১৯১২৭৭৪২২৬