
ডিআরইউ/০১৩৪/২০২২(১) ২৭ জানুয়ারি, ২০২২
ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) স্থায়ী সদস্য ও দৈনিক আমার সংবাদের সিনিয়র রিপোর্টার আসাদুজ্জামান আজমের বাবা আলম শরীফ আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি আজ ২৭ জানুয়ারি, বৃহস্পতিবার বিকাল ৫টায় শরীয়তপুর জেলার ডামুড্ডা থানার কুতুবপুর গ্রামের নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে, ২ মেয়ে, নাতি-নাতনি, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আগামীকাল শুক্রবার সকাল ১০টায় নামাজে জানাযা শেষে নিজ গ্রামের কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
আসাদুজ্জামান আজমের বাবা আলম শরীফের মৃত্যুতে ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সভাপতি নজরুল ইসলাম মিঠু ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিব আজ এক বিবৃতিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
ডিআরইউ নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
আসাদুজ্জামান আজমের মোবাইল নাম্বার : ০১৯১৪৯১৩৮১০
বার্তা প্রেরক-
রফিক রাফি
দপ্তর সম্পাদক
মোবাঃ ০১৯১২৭৭৪২২৬