
ডিআরইউ/০৭৭৪/২০২১(১১) তারিখ : ৮ নভেম্বর, ২০২১
ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজিত ওয়ালটন-ডিআরইউ মিডিয়া ক্রিকেট ২০২১ আগামী ১০ নভেম্বর, বুধবার পল্টনের আউটার স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে। এবারের টুর্নামেন্টে ৫২টি মিডিয়া হাউজ অংশ নিচ্ছে। টুর্নামেন্টের গ্রুপিং, ফিকচার ও যাবতীয় তথ্যাদি জানাতে আগামীকাল ৯ নভেম্বর, মঙ্গলবার বেলা ১১.৪৫টায় ডিআরইউ সাগর-রুনী মিলনায়তনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। একইদিন দুপুর ২টায় ম্যানেজার্স মিটিং অনুষ্ঠিত হবে।
উক্ত অনুষ্ঠানে ডিআরইউ সদস্যদের উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন সংগঠনের সভাপতি মুরসালিন নোমানী ও সাধারণ সম্পাদক মসিউর রহমান খান।
ধন্যবাদসহ
মাকসুদা লিসা
ক্রীড়া সম্পাদক
মোবাইল: ০১৫৫২৩২১৩৮৮