
ডিআরইউ/০৭৮০/২০২১(১১) ৯ নভেম্বর, ২০২১
সাংবাদিক ডালিম ও আতিকের পিতার
ইন্তেকালে ডিআরইউ’র শোক
ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) স্থায়ী সদস্য ও ঢাকা পোস্টের সিনিয়র রিপোর্টার মেহেদী হাসান ডালিম এবং অনলাইন নিউজ পোর্টাল ব্রেকিংনিউজের চিফ রিপোর্টার এসএম আতিক হাসনের পিতা লুৎফর রহমান (ইসহাক) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
আজ ৯ নভেম্বর মঙ্গলবার বিকাল ৫টায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার চরকৈজুরী গ্রামের নিজ বাড়ীতে বার্ধক্যজনিত কারণে তিনি মারা যান।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর। তিনি স্ত্রী, তিন পুত্র, সাত কন্যা ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আগামীকাল বুধবার সকাল ৯টায় চরকৈজুরী ঈদগাহ মাঠে নামাজে জানাযা শেষে নিজ গ্রামের কবরস্থানে তাকে দাফন করা হবে।
মেহেদী হাসান ডালিম এবং এসএম আতিক হাসনের পিতা লুৎফর রহমানের (ইসহাক) মৃত্যুতে ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সভাপতি মুরসালিন নোমানী ও সাধারণ সম্পাদক মসিউর রহমান খান আজ এক বিবৃতিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
ডিআরইউ নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
এসএম আতিক হাসানের মোবাইল নাম্বার - ০১৭২৯৫৬৪৭১৪
বার্তা প্রেরক-
মোঃ জাফর ইকবাল
দপ্তর সম্পাদক
মোবাঃ ০১৮১৯৫৪৪৩০৩