
ডিআরইউ/০৭৮৩/২০২১(১০) তারিখঃ ১০ নভেম্বর, ২০২১
ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) নতুন আঙ্গিকে ‘ডিআরইউ মিডিয়া ফুটবল টুর্নামেন্ট-২০২১’ আয়োজনের উদ্যোগ নিয়েছে। আগামী ২০ নভেম্বর (সম্ভাব্য) থেকে এই টুর্নামেন্ট শুরু হবে। আপনার গণমাধ্যম প্রতিষ্ঠানকে এ টুর্নামেন্টে অংশগ্রহণের সাদর আমন্ত্রণ।
টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য আগামী ১৩ নভেম্বর শনিবারের মধ্যে ১০ সদস্যের (৮ জন খেলোয়াড় ১ জন কোচ ও ১ জন ম্যানেজার) তালিকা প্রতিষ্ঠানের নিজস্ব প্যাডে ডিআরইউ কার্যালয়ে জমা দেয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।
উল্লেখ্য, অংশগ্রহণকারী প্রতিটি দল ১ জন করে অতিথি খেলোয়াড় অন্তর্ভূক্ত করতে পারবে। তবে অতিথি খেলোয়াড়কে অবশ্যই ডিআরইউ’র সদস্য হতে হবে। মাঠে খেলবেন ৬ জন করে।
* প্রতিযোগিতাটি সুষ্ঠুভাবে আয়োজনে নির্দিষ্ট সময়ের মধ্যে সবাইকে এন্ট্রি করার অনুরোধ করছি। অংশগ্রহণকারী দলগুলোর প্রতিনিধিদের উপস্থিতিতে গ্রুপিং ও বাইলজ চূড়ান্ত করা হবে। খেলোয়াড় তালিকার সাথে কোচ ও ম্যানেজারের মোবাইল নাম্বার এবং ই-মেইল আইডি অবশ্যই জমা দিতে হবে।
ধন্যবাদসহ
মাকসুদা লিসা
ক্রীড়া সম্পাদক
মোবাইল: ০১৫৫২৩২১৩৮৮